তেজগাঁওয়ে শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে ফার্মগেটে সহপাঠীদের বিক্ষোভ
সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী আলী হোসেন নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে স্লোগানও দেন তারা।
২০১৮ সালে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ব্যবহৃত 'আমরা নিরাপদ সড়ক চাই, আমরা ন্যায়বিচার চাই' স্লোগানটি আবারও ধ্বনিত হচ্ছে ফার্মগেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যায়।
গতকাল সকালে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আলী হোসেন (১৭) নিহত হয়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান বলেন, 'গতকাল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কিছু শিক্ষার্থী ফার্মগেট এলাকা অবরোধ করেছে।'
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা এলাকা ছেড়ে চলে যায়।
এই ঘটনায় ঘাতক মাইক্রোবাসটির চালক জিয়াউল হককে (৫০) আজ সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসটিও জব্দ করেছে।
Comments