‘সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে পরিচিত হতে মুক্তিযুদ্ধ করিনি’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেছেন, 'আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে আলাদা করে পরিচিত হতে মুক্তিযুদ্ধ করিনি। এ চিন্তা-চেতনা বাহাত্তরের সংবিধান পরিপন্থী।'
আজ শনিবার রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানিয়ে সারাদেশে সুষ্ঠু ব্যবস্থাপনায় পূজা উদযাপন নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে. এল ভৌমিক, সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাবেক সভাপতি ও সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার, উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, মহিলা সম্পাদক পদ্মাবতী দেবী ও সদস্য দীপালি চক্রবর্তী উপস্থিত ছিলেন।
অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করলেও মোট জনসংখ্যার তুলনায় তা খুবই কম।
এ বৈষম্য দূর করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
আরআরএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ বাদল ।
Comments