মধুমতী ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে তিনি ভার্চ্যুয়ালি সেতু ২টির উদ্বোধন করেন।
pm_7jul22.jpg
প্রধানমন্ত্রীর ফাইল ফটো। ছবি: সংগৃহীত

কালনা ও শীতলক্ষ্যা নদীর ওপর ২টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে তিনি ভার্চ্যুয়ালি সেতু ২টির উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, 'আমি কালনা সেতুর নাম মধুমতী দিয়েছি এবং শীতলক্ষ্যা সেতুর নাম নাসিম ওসমানের নামে দিয়েছি।'

তিনি বলেন, 'নারায়ণগঞ্জবাসীর যোগাযোগ সহজ করতে এবং তাদের জীবনযাত্রার উন্নয়ন করা একান্তভাবে দরকার। সেই কথাটি মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর এই তৃতীয় সেতু নির্মাণ করলাম।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আজ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার সঙ্গে যে যোগাযোগ তৈরি হয়েছে, নেটওয়ার্ক এমনভাবে গড়ে উঠেছে, যার ফলে এখন ঢাকা শহর দিয়ে যেতে হবে না। পদ্মা সেতু পাড়ি দিয়ে এসে ঢাকা-সিলেট বা ঢাকা-নারায়ণগঞ্জ যাওয়ার পথে এই সেতু পার হয়েই সরাসরি চলে যেতে পারবে। এতে ঢাকার ভেতরের যানজটও কমবে।'

মধুমতি সেতুর বিষয়ে তিনি বলেন, 'আমরা যখন এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে। ঢাকা থেকে এখন মোংলা বন্দরই সবচেয়ে কাছে হয়ে গেছে। সেইসঙ্গে বেনাপোল, ভোমড়াসহ কুষ্টিয়া ও ওই অঞ্চলের যোগাযোগ বাড়বে মধুমতি সেতুর মাধ্যমে। মানুষের সময় যেমন বাঁচবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।'

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ২টি সেতু। এতে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে।'

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago