যশোরের শার্শা সীমান্তে ৪৩ স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।
যশোরের শার্শা সীমান্তে ৪৩ স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ও মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ জানান, সীমান্ত দিয়ে ৩ পাচারকারী বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে গোপনসূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। সন্দেহভাজনদের বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা একটি কালো রংয়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

20m ago