কেন অবসরে পাঠানো হয়েছে জানি না: এসপি আবদুল্লাহেল বাকী

মীর্জা আবদুল্লাহেল বাকী

অবসরে পাঠানো তিন পুলিশ কর্মকর্তার মধ্যে এসপি মীর্জা আবদুল্লাহেল বাকী জানিয়েছেন, কেন অবসরে পাঠানো হয়েছে তিনি তা জানেন না। আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি এই কথা বলেন।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন জন কর্মকর্তাকে আজ মঙ্গলবার অবসরে পাঠিয়েছে সরকার। তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সেখানে তাদের অবসরে পাঠানোর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি সরকার।

এর আগে গত রোববার তথ্য সচিবকে একইভাবে অবসরে পাঠিয়েছিল সরকার।

আজ অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন- মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী। তাদের মধ্যে আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

চাকরির মেয়াদ পূর্তিতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। চার মাস বাকি থাকতেই অবসরে পাঠানো হলো তাকে।

তিনি বলেন, 'আমি আনঅফিশিয়ালি আদেশ সম্পর্কে জেনেছি। কিন্তু এর কারণ সম্পর্কে আমাকে জানানো হয়নি।'

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সরকারি চাকরি করে রাজনীতি করা যায় না। আমি আমার চাকরি করেছি।'

মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম বিসিএস এর কর্মকর্তা। তিনি এসপি পদ থেকে অবসর পেলেও তার ব্যাচের কমপক্ষে দুই জন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

6h ago