শিশু হত্যা জঘন্যতম অপরাধ: আইভী

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: স্টার

শিশু হত্যাকে পৃথিবীর 'জঘন্যতম অপরাধ' বলে মন্তব্য করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, 'বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা ঘৃণা করব। শেখ রাসেলকে শিশু বয়সে হত্যা করা হয়েছে। শিশু হত্যা করা পৃথিবীর জঘন্যতম অপরাধ। শিশুদের হত্যা করলে তার বাবা-মা কষ্ট পায়। আমরা চাই না, পৃথিবীতে আর কোন শিশুকে হত্যা করা হোক, পরিবারের কাউকে হত্যা করা হোক।'

আজ মঙ্গলবার বিকেলে নগরীর শেখ রাসেল নগর পার্কে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি করে সিটি মেয়র বলেন, 'নারায়ণগঞ্জ শহরে যত শিশুর হত্যাকাণ্ড হয়েছে সেইসব হত্যার প্রতিবাদ জানাচ্ছি। শেখ রাসেলের হত্যার যেমন বিচার হয়েছে তেমনি সারা বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী। তার কাছে বিচার চেয়ে বিচার পাই বলেই তার কাছে আমাদের অনেক দাবি। নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচারেরও দাবি জানাই। এটি অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড। এই শহরে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। আমরা সেইসব হত্যার বিচার চাই।'

বক্তব্য শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন আইভী।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago