ক্রামা ধর্মের প্রবর্তক মেনলে ম্রো’র বাবা মেনসিং ম্রো মারা গেছেন

ক্রামা ধর্মের প্রবর্তক মেনলে ম্রো’র বাবা মেনসিং ম্রো মারা গেছেন
ক্রামা ধর্মের প্রবর্তক ও ম্রো বর্ণমালার আবিস্কারক মেনলে ম্রো'র বাবা মেনসিং ম্রো। ছবি: সংগৃহীত

ক্রামা ধর্মের প্রবর্তক  ও ম্রো বর্ণমালার আবিস্কারক মেনলে ম্রো'র বাবা মেনসিং ম্রো মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১৬ মিনিটে তিনি চিম্বুক পাহাড়ের পাদদেশে ক্রামাদিপাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ক্রামা ধর্মের অনুসারী এবং ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ক্রামাদি নিরুদ্দেশ হওয়ার পর থেকে তার পিতা মেনসিং ম্রো ক্রামা ধর্ম ও ম্রো বর্ণমালাকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তিনি সদালাপী, সহজ-সরল  আর উদার মনের মানুষ ছিলেন। প্রতি বছর আমাদের ক্রামা ধর্মের বার্ষিক সম্মেলনে তিনি সবার খোঁজখবর নিতেন। আজ তার মৃত্যুতে পুরো ম্রো সমাজে শোকের ছায়া নেমে এসেছে।'

ক্রামা ধর্মের প্রবর্তক ও বর্ণমালা আবিষ্কারক মেনলে ম্রো ১৯৮৪ সালের জুলাই মাসে নিরুদ্দেশ জীবন বেছে নিয়েছিলেন। ক্রামাদি ম্রো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একদিন আবার ফিরে আসবেন বলে ক্রামা ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

1h ago