নোয়াখালীতে খালে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর খাল থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর খাল থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকার মহেন্দ্র খাল থেকে মো.শফিউল আলম ভূঁইয়া রুবেলের (২৫) মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল পরানপুর এলাকার মো. জাকারিয়া ভূঁইয়ার ছেলে।

চাটখিল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবদুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের থানারহাট বাজার থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রুবেল। তার বাবা আরেকজন লোকের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। হারিয়ে ফেলেন ছেলেকে। রাতে সম্ভাব্য সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে শনিবার দুপুরে তার বাবা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জাকারিয়া ভূঁইয়া থানা থেকে বাড়ি ফেরার পথে পরানপুর বিডিয়ারের নতুন বাড়ির সামনে রুবেলের জুতা দেখতে পান। ঘটনাটি প্রতিবেশীদের জানালে তারা খালের কচুরি পানার নিচে মরদেহ দেখতে পায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments