খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন ১৫ গুণীজন

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ গুণীজনকে খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
১৫ গুণীজন পেলেন খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড
বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ গুণীজনকে খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ গুণীজনকে খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গুণীজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্য বিভাগে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি ফাতেমা ইসরাত রেখা, ননী গোপাল সরকার, আফেন্দি নূরুল ইসলাম, সত্যজিৎ বিশ্বাস, নাজমা মমতাজ ও হাজেরা বেগম পুরষ্কার পেয়েছেন।

গবেষণায়  ড. মো. আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম জাহান এবং সাংবাদিকতায় আতাউল করিম খোকন, মো. শাহজাহান, এএসএম হোসাইন শাহীদ, এম মুখলেছুর রহমান পুরস্কার পেয়েছেন।

সমাজসেবা বিভাগে পুরস্কার পেয়েছেন মুহাম্মদ ফজলুল হক ও মুহাম্মদ আব্দুর রউফ লিটন।

অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, 'বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে ২০১৯ ও ২০২১ সালে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।'

অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া।

প্রসঙ্গত, খাজা উসমান খাঁ ছিলেন বারো ভূঁইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ২ বছর পর পর এই পুরস্কার দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

1h ago