তদন্তে যুক্তরাষ্ট্রের অভিযোগের সত্যতা মেলেনি: র‌্যাব ডিজি

সিলেট শহরতলির মজিদপুর এলাকায় র‌্যাব কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ তুলেছে তদন্ত করে তার জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ তুলেছে তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি।

র‌্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে সিলেটের শহরতলীর মজিদপুরে র‌্যাব-৯ সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দায়িত্বও সরকারের।'

'সংস্থায় কেউ যদি অপরাধ করে, সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে,' বলেন তিনি।

বান্দরবানে সম্প্রতি পরিচালিত অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, 'বান্দরবানের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনো চলছে। শুধু গহীন অরণ্য নয়—জঙ্গি, সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন সেখানেই অভিযান চালাবে র‍্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‍্যাব হবে আতঙ্কের নাম।'

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago