অবৈধ সম্পদ: র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক।
স্টার অনলাইন গ্রাফিক্স

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রুহুল হক এ তদন্ত পরিচালনা করছেন।

আদালতে তার করা আবেদনে বলা হয়, 'দুদকের নোটিশ পাওয়ার পর উত্তম কুমার তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।'

আবেদনে আরও বলা হয়, 'তদন্তের শুরু থেকে তিনি কোনোভাবেই সহযোগিতা করেননি। তাছাড়া, তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন যার কারণে তদন্তে দেরি হচ্ছে।'

'তিনি সব অ্যাকাউন্ট বন্ধ করে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন,' বলা হয় দুদকের আবেদনে।

Comments