মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন এইচএসসি পরীক্ষার্থী

Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

সকালে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। তার আগে গভীর রাতে খবর এল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হাসপাতালে মারা গেছেন মা।

সকালে মায়ের মরদেহ যখন পিরোজপুরের বাড়িতে এসে পৌঁছায় শারমিন তখন মা হারানোর বেদনায় শোকে কাতর। তারপরও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন শারমিন আক্তার।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার ও কিডনী সমস্যায় ভুগছিলেন শারমিনের মা ও গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক হোসেন ফকিরের স্ত্রী শিউলী বেগম।

শারমিনের চাচা আব্দুল মালেক ফকির জানান, রোববার রাত ২টার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলী। এরপর স্বজনেরা শিউলীর মরদেহটি বাড়িতে নিয়ে আসে।

তিনি বলেন, আজ রোববার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নেয় শারমিন। দরিদ্র পরিবারটিতে শারমিন এর আরও তিন বোন ও এক ভাই রয়েছে। ভান্ডারিয়া সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শারমিন। উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে প্রথম পরীক্ষা দিয়েছে।

শারমিন তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago