রাজধানীতে যুবলীগের মহাসমাবেশ: যেসব সড়ক এড়িয়ে চলতে হবে আজ
ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশ আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে। ইতোমধ্যে মহাসমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
সমাবেশ ঘিরে আজ রাজধানীর কোন কোন সড়ক এড়িয়ে চলতে হবে, তা জানিয়েছে ঢাকা মহানগন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।
তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ করে দেওয়া হবে।
নগরবাসীকে এসব এলাকা বা রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছে ডিএমপি।
অনুষ্ঠানে আসা গাড়ি কোথায় পার্কিং করা হবে, সেই তালিকাও দিয়েছে ডিএমপি। সেগুলো হলো— মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে; ফুলার রোড রাস্তার ২ পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে; পলাশী ক্রসিং থেকে নিলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে; সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত; সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত; হলি ফ্যামিলি হাসপাতাল গলি; নেভাল গেইট এলাকা; হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে; মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার ২ পাশে।
Comments