লালবাগ কেল্লায় টিকটক ভিডিও করা নিষিদ্ধ

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও করা নিষিদ্ধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও করা নিষিদ্ধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ রোববার এ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়।

লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটকের জন্য ভিডিও করছিলেন। তাদের অনেককে দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি।'

'নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' যোগ করেন তিনি।

গত সপ্তাহে রাজধানীর আজিমপুরের বাসিন্দা লতিফুল ইসলাম লালবাগ কেল্লায় বেড়াতে গিয়ে অনেক টিকটক ভিডিওকারীকে দেখতে পান।

তিনি বলেন, 'যেদিকে তাকাই সেদিকেই টিকটকের ভিডিওগ্রাফার। তাদের জন্য দর্শনার্থীদের অসুবিধা হয়।'

Comments