পাবনায় আর্জেন্টিনার ৬০০ ফুট লম্বা পতাকা

পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। ছবি: সংগৃহীত

চার দিন পরেই পদ্মা উঠছে কাতার বিশ্বকাপের। সেই বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছেন আর্জেন্টিনা ফুটবল টিমের ভক্তরা। পিছিয়ে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার ভক্তরা।

বালুদিয়া গ্রামের আর্জেন্টাইন সমর্থকরা ৬০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। বিশাল এই পতাকা দেখতে ছুটে আসছেন অন্য এলাকার মানুষও। এই পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন তারা।

আর্জেন্টাইন সমর্থকরা ৬০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। ছবি: সংগৃহীত

গতকাল এই পতাকা নিয়ে তারা পুরো গ্রামে আনন্দ মিছিল বের করে। পরে পতাকাটি টানিয়ে দেয়া হয় পুরো গ্রামে।

বালুদিয়া গ্রামের আর্জেন্টিনার সমর্থক ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাতার বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই আমাদের। কিন্তু, খেলার উন্মাদনা থেকে পিছিয়ে থকাতে চাই না বলেই এই পতাকা বানিয়েছি।'

বিশাল এই পতাকা দেখতে ছুটে আসছেন অন্য এলাকার মানুষও। ছবি: সংগৃহীত

আরেক সমর্থক সেলিম রেজা বলেন, 'আসন্ন বিশ্বকাপ উপলক্ষে গ্রামের যুবসমাজের উদ্যোগে এ পতাকাটি তৈরি করা হয়েছে। আমাদের এই উদ্যোগ ও ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন অন্য গ্রামের মানুষ।'   

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago