বন্ধ সার কারখানা চালু ও উৎপাদন বাড়ানোর সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

সার আমদানি না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালু করা এবং উৎপাদন বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ শেষ হয়েছে। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটির মেয়াদ আছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পে কাজের অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পে ২০২১ সাল পর্যন্ত অগ্রগতি হয়েছে ১৩ শতাংশ।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন এবং আদিবা আনজুম বৈঠকে অংশ নেন।

Comments

The Daily Star  | English

Mob violence now alarmingly routine

Rights groups say the state's failure to act swiftly and decisively has to some extent emboldened mobs and contributed to a climate where vigilante justice is becoming commonplace.

9h ago