সৌদি গোলরক্ষককে ফ্ল্যাট দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর

আর্জেন্টিনাকে রুখে দেওয়া সৌদি গোলরক্ষক আল-ওয়াইসি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে শিরোপা প্রত্যাশী শক্তিশালী আর্জেন্টিনাকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাট উপহার দিতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।

আজ বুধবার সকালে চট্টগ্রামে মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

এ বিষয়ে এম মনজুর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ব মুসলিমদের আবেগ-অনুভূতির দেশ হিসেবে সৌদি আরবের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ্ব মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দিতে আমরা আগ্রহী এবং তাকে একটি ফ্ল্যাট উপহার দিতে চাই।'

তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের মাধ্যমে আমরা ওই গোলরক্ষকে সংবর্ধনা এবং ফ্ল্যাট দেওয়ার জন্য আবেদন করব। যদি অনুমতি মেলে এবং বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তাহলে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব।'

এর আগে, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, 'আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছে। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত।'

তিনি বলেন, 'এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে, তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। আমরা গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাট উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছি।'

এদিকে, সৌদি আরবের সম্মানার্থে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আধাবেলা ছুটি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago