২৪ ঘণ্টা জনভোগান্তির পর সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রায় ২৪ ঘণ্টা জনভোগান্তির পর প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সুনামগঞ্জ সদরের ওয়েজখালি এলাকায় রাস্তার ওপর দাড় করিয়ে রাখা ৩টি বাস জব্দ করায় এবং সুনামগঞ্জ বাস টার্মিনালের পরিসর বৃদ্ধির দাবিতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটির সভাপতি সেজাউল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাস টার্মিনালের পরিসর বৃদ্ধির ব্যাপারে প্রশাসনের আশ্বাস এবং এর আগে সড়কে বাস দাড় করিয়ে রাখার বিষয়ে প্রশাসন নমনীয় থাকবে, এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।'

তিনি বলেন, ‍'সুনামগঞ্জ বাস টার্মিনালে আন্তঃজেলা বাস রাখার জায়গা ঠিকমতো সংকুলান হয় না। এ অবস্থায় বাধ্য হয়ে দূরপাল্লার বাস প্রধান সড়কের পাশে দাড় করিয়ে রাখতে হয়।'

এদিকে, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো গণপরিবহন সুনামগঞ্জ ছেড়ে যায়নি। এ ছাড়াও, পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

16m ago