‘শাহজাদপুরে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলা হবে’

শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: স্টার

রবীন্দ্র স্মৃতি বিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে কাছারি বাড়িটি শিক্ষা ও সংস্কৃতর চর্চার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে।

সকাল ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি মুক্তিবুদ্ধির চর্চার মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখবে, রবীন্দ্র দর্শন সমাজে ছড়িয়ে দিতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা।

অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শাহজাদপুরের মানুষেরা উপস্থিত ছিলেন।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম বলেন, কেবল পুঁথিবদ্ধ বিদ্যার মধ্য দিয়ে সার্টিফিকেটধারি শিক্ষিত তৈরি না করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবেদনশীতার অনুশীলনে কাজ করবে।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠন শিক্ষার্থীদের মানবিক মননশীলতা গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় সেসব কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। তবে খুব শিগগির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পেলে শিক্ষা ও সংস্কৃতি চর্চায় রবীন্দ্রভাবনা ও সংস্কৃতি-প্রেমী শিক্ষার্থীরা এ দেশের সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে তিনি জানান।

সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।  দেশের শিল্প ও সংস্কৃতির বিস্তারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবীন্দ্র কাছারি বাড়ি হবে সেই চর্চার কেন্দ্রস্থল।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago