উত্তরায় আটকের পর থানা হেফাজতে ১ জনের মৃত্যু

রাজধানীর উত্তরা (পূর্ব) থানা হেফাজতে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত হিরণ মিয়া (৫০) খিলক্ষেতের বাসিন্দা ছিলেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরা (পূর্ব) থানা হেফাজতে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত হিরণ মিয়া (৫০) খিলক্ষেতের বাসিন্দা ছিলেন।

আজ বুধবার বিকেলে তাকে আটক করে থানায় নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা রাজউক ভবনে ২ পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিরণসহ ২ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।'

তিনি আরও বলেন, 'সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলাও তখন প্রক্রিয়াধীন ছিল। পরে ৫টার দিকে কিরণ থানায় অসুস্থ হয়ে পড়লে, তাকে কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments