বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি অন্তর্ভুক্ত হলো জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশনে 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি, 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়', জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা বাংলাদেশের পররাষ্ট্রনীতিও। 

আজ বুধবার 'ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস-২০২৩' শিরোনামে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৪তম অনুচ্ছেদে প্রস্তাব আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতিসংঘের প্ল্যানারিতে তুর্কমেনিস্তান এই রেজুলেশনটি উত্থাপন করলে সর্বসম্মতিতে গৃহীত হয়।

এতে লেখা আছে, 'দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া এবং গঠনমূলক সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার চেতনায় সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারও প্রতি বৈরিতা না করার বিষয়ে জোর দেওয়া—এই উদ্দেশ্যগুলি অর্জনে সহায়তা করবে।'

এই বক্তব্যটি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর প্রথম ভাষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সবগুলো দেশসহ মোট ৭০টি দেশ এই রেজুলেশনে কো-স্পন্সর করে।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago