বিএএমএর সভাপতি মোস্তাফিজুর রহমান 

বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। ছবি: সংগৃহীত

ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটিউশন মিলনায়তনে সংগঠনটির প্রথম সাধারণ সভায় মোস্তাফিজুর সভাপতি নির্বাচিত হন।

সংগঠনটির প্রধান কাজ কৃষি রসায়নশিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ফসলের সুরক্ষা এবং এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ, মাত্রা নির্ধারণ ও সরকারি বিভিন্ন কর্মপরিকল্পনা ও বিধিবিধান বাস্তবায়নে সহায়তা করা।

বিএএমএর আহ্বায়ক ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জনসমূহ তুলে ধরা হয়। 

এ ছাড়া আলোচ্যসূচি অনুযায়ী পূর্ববর্তী মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠের সঙ্গে সঙ্গে অনুমোদন দেওয়া হয়।

সাধারণ সভায় কে এস এম মোস্তাফিজুর রহমানকে সর্বসম্মতিক্রমে বিএএমএর সভাপতি নির্বাচিত করেন সংগঠনটির সদস্যরা। সভায় ১১ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই কমিটি আগামী দুই বছরের জন্য (২০২৩-২৪ সাল) দায়িত্বে থাকবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago