মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ গতকাল শুক্রবার বিকেল থেকে বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল থেকে ঘাটে আসা যাত্রীদের 'লঞ্চ চলছে না' বলে ফেরত পাঠাতে দেখা গেছে।
আজ সকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে কোনো লঞ্চ চলছে না। সবগুলো লঞ্চ বন্ধ রেখে যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে।
তবে, লঞ্চের কর্মী বা লঞ্চ মালিকরা কেউ সেটা স্বীকার করছেন না। বরং যাত্রীর অভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে দাবি লঞ্চ মালিকদের। লঞ্চঘাটে জেলা পুলিশ ও নৌপুলিশ অবস্থান করছে।
নারায়ণগঞ্জের উদ্দেশে লঞ্চঘাটে আসা অ্যাডভোকেট শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জরুরি কাজে নারায়ণগঞ্জে যাব। কিন্তু, ঘাটের লোক বলছে কোনো লঞ্চ চলছে না।'
আরেক যাত্রী সোহানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কাজে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা যাব। কিন্তু, ঘাটে এসে জানতে পারি লঞ্চ বন্ধ।'
Comments