আর্জেন্টিনা সমর্থকের বাড়িতে ব্রাজিল সমর্থকদের হামলার অভিযোগ, আহত ২

হামলার সময় আর্জেন্টিনার ২ ভক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বিলশিমলা এলাকায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের বিরুদ্ধে আজ শনিবার ভোরে আর্জেন্টিনার ২ সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- মো. রিফাত আলী ও রায়হান হোসেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হামলার সময় আর্জেন্টিনার ওই ২ ভক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি সাধারণ ডায়েরি করেছে।

তিনি আরও জানান, গতকাল বিশ্বকাপের সেমি-ফাইনালে ব্রাজিলের হারের পর ওই এলাকার ফুটবল সমর্থকদের ২টি গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওই দ্বন্দ্বের জেরে ব্রাজিলের সমর্থকরা ২টি বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

Comments