লালমনিরহাট

১৭ মাসেও খোঁজ মেলেনি কলেজশিক্ষার্থী দুর্জয়ের

দুর্জয় চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

অপহরণের ১ বছর ৫ মাস ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি কলেজশিক্ষার্থী দুর্জয় চন্দ্র রায় (১৮)। এ ঘটনায় একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছে তার পরিবার।

পরে, ওই মামলায় পুলিশ শাকিল মিয়াকে গ্রেপ্তার করলেও বর্তমানে তিনি জামিনে আছেন।

দুর্জয়ের বাবা ভূপতি চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্জয়কে অপহরণের সঙ্গে শাকিল মিয়াসহ অজ্ঞাত কয়েকজন জড়িত। আমাদের ছেলে অপহৃত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি। তার ব্যবহৃত মোবাইলটিও এখনো বন্ধ আছে।'

তিনি আরও বলেন, 'আমার ছেলেকে উদ্ধার করতে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বারবার বলছে, চেষ্টা করা হচ্ছে। আমার ছেলেকে কেন অপহরণ করা হয়েছে এটাও এখনো জানতে পারিনি।'

দুর্জয়ের মা চন্দনা রানী বলেন, 'আমার ছেলে দুর্জয় বেঁচে আছে কি না সেটাও আমরা জানতে পারছি না। সে কোথায় আছে কেমন আছে সেটাও জানি না। দুর্জয় মেধাবী শিক্ষার্থী। সে জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস পেয়েছিল।'

আদিতমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) গোকুল রায় ডেইলি স্টারকে বলেন, '৯ মাস আগে শাকিল মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিন পান। শাকিল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তিনি পুলিশকে কোনো তথ্য দেননি। দুর্জয়কে উদ্ধার করতে পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।'

তিনি জানান, ৬ মাস আগে মামলাটি থানা পুলিশের কাছ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ দেখছে।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, 'দুর্জয়কে উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। দুর্জয়ের ব্যবহৃত মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

২০২১ সালের ২৮ জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই নিজপাড়া গ্রাম থেকে অপহৃত হন কলেজশিক্ষার্থী দুর্জয়।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago