বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ১২ সাংবাদিক

বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১২ সাংবাদিক। ছবি: সংগৃহীত

বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১২ সাংবাদিক। ৮ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পেশাদার অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর আয়োজনে বিচারকদের রায়ে এই পুরস্কারের জন্য ১০৩টি প্রতিবেদন থেকে সেরা ১২টি প্রতিবেদন নির্বাচিত হয়।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রো ইকোনোমি-প্রিন্ট) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৌলত আক্তার মালা, মো. হাসানুল আলম শাওন (ম্যাক্রো ইকোনোমি-টিভি) এবং মো. শাহ আলম খান (ম্যাক্রো ইকোনোমি-অনলাইন); ক্যাপিটাল মার্কেট ক্যাটাগরিতে ফখরুল ইসলাম হারুন (প্রিন্ট, অনলাইন) এবং আলমগীর হোসাইন (টিভি); ব্যাংক ও ইনস্যুরেন্স ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন সানাউল্লাহ সাকিব তনু ও মৌসুমী ইসলাম (প্রিন্ট, অনলাইন), ব্যাংক ও ইন্স্যুরেন্স ক্যাটগরিতে সেরা টিভি প্রতিবেদনের জন্য নির্বাচিত হয়েছেন বাবু কামরুজ্জামান (টিভি); অনুসন্ধানী প্রতিবেদন (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং) ক্যাটাগরিতে আরিফুর রহমান (প্রিন্ট, অনলাইন, টিভি); প্রাইভেট সেক্টর ক্যাটাগরিতে যৌথ প্রতিবেদনের জন্য জাহাঙ্গীর শাহ কাজল ও শুভঙ্কর কর্মকার (প্রিন্ট, অনলাইন, টিভি); আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিটেন্স (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রেমিটেন্স) ক্যাটাগরিতে মো: শফিকুল ইসলাম (প্রিন্ট, অনলাইন, টিভি); এগ্রো ইকোনমি ক্যাটাগরিতে সানাউল্লাহ সাকিব তনু (প্রিন্ট, অনলাইন, টিভি) এবং রাজস্ব (রেভিনিউ সেক্টর) ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন জাহাঙ্গীর শাহ কাজল (প্রিন্ট, অনলাইন, টিভি)।

প্রথিতযশা সাংবাদিক সাইফুল আমিন, খাজা মঈন উদ্দিন এবং ওয়ালিউর রহমান মিরাজ জুরি হিসেবে দায়িত্বপালন করেন। জমা পড়া ১০৩টি প্রতিবেদনের মান, তথ্যের উপস্থাপন, প্রতিবেদন কৌশল বিবেচনায় রেখে খাতভিত্তিক সেরা প্রতিবেদনগুলো নির্বাচন করা হয়।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও ১ লাখ টাকার স্মারক চেক গ্রহণ করেছেন।

দেশের অর্থনীতি বিটের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে প্রতি দুই বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। এ আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করতে এ বছর প্রথমবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বিকাশ।

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

2h ago