জাতীয় স্মৃতিসৌধে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের আহবায়ক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব ও ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান, পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ, নারায়ণগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আসসামস মোহাম্মদ জগলুল হোসেন, ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম, নওগাঁ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মেহেদী হাসান তালুকদার, বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম জীনাত সুলতানা, সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) বেগম ফারাহ মামুন, ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. আলমগীর হোসাইনসহ ঢাকা জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা।
Comments