চলে গেলেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক

দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হক মারা গেছেন।
আজ শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
এমদাদ হকের ভাই ইস্তাম্বুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আজ বাদ এশা বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। কয়েক বছর ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। আজ শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।'
বাংলার মেলার ডিজাইনার হিসেবে পরিচিত হয়ে ওঠেন এমদাদ হক। পরে তিনি প্রতিষ্ঠা করেন নিজের প্রতিষ্ঠান স্টুডিও এমদাদ। তার ডিজাইন করা পোশাক দেশে ও বিদেশে প্রদর্শিত হয়েছে।
Comments