ভারতে ১ বছর সাজাভোগের পর দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি
ভারতে ১ বছর কারাভোগের পর ১৭ বাংলাদেশি যুবককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
শনিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা প্রত্যেকের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'ভালো কাজের আশায় দেড় বছর আগে ভারতের ব্যাংগালুর শহরে যায় তারা। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের পুলিশ তাদের আটক করে। সেখানকার আদালত তাদের ১ বছরের জেল দেয়। সাজার মেয়াদ শেষে একটি এনজিও সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়। দুদেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি চালাচালির এক পর্যায়ে শনিবার তারা দেশে ফেরত আসতে সক্ষম হয়।'
তাদেরকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।
Comments