দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ছবি:জাহাঙ্গীর শাহ/স্টার

ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়।

অন্যদিকে, আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশা পড়লেও ফেরি চলাচল স্বাভাবিক ছিল বলে জানান খালেদ নেওয়াজ।

Comments