ইনসেপ্টা পরিদর্শন করলেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রকল্পের প্রধান ডেম সারাহ গিলবার্ট

ইনসেপ্টা অফিসে অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। ছবি: সংগৃহীত

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তেজগাঁওস্থ প্রধান অফিস পরিদর্শনে করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রকল্পের প্রধান এবং বিশ্বখ্যাত ভ্যাকসিন বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট।

আজ সোমবার সকালে ইনসেপ্টা অফিসে পৌঁছালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুক্তাদির এবং ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর ইনসেপ্টার সভাকক্ষে অধ্যাপক গিলবার্টের সঙ্গে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে ভ্যাকসিনের সহজলভ্যতা, ভ্যাকসিন উৎপাদনের সার্বিক সক্ষমতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। ভ্যাকসিন উৎপাদনে আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক এবং কীভাবে আধুনিক প্রযুক্তিগুলো ইনসেপ্টা আয়ত্ত করতে পারে, সেই বিষয়ে সভায় দিক-নির্দেশনা দেওয়া হয়।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি আব্দুল মুক্তাদির ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে অনুরোধ করেন এবং অধ্যাপক গিলবার্ট এতে সহমত প্রকাশ করেন। ফলে ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন ডেভেলপমেন্টে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীরা ইতোমধ্যে লন্ডনের ইমপেরিয়াল কলেজ থেকে মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং এ ব্যবস্থা চলমান রয়েছে।

অধ্যাপক ডেম সারাহ গিলবার্টের সঙ্গে সভায় আরও অংশ নেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. ই এইচ আরেফিন আহমেদসহ অন্যান্যরা।

ডেম সারাহ গিলবার্ট অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনের ভ্যাকসিন বিজ্ঞানের অধ্যাপক। তিনি কোভিড-১৯ এর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন  উদ্ভাবনে যুক্ত বিজ্ঞানী দলের অন্যতম একজন। ২০২১ সালে অধ্যাপক গিলবার্ট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরিতে তার অবদানের জন্য অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুডে ভূষিত হয়েছেন। নতুন টিকা উদ্ভাবন ও উৎকর্ষে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago