চুক্তিভিত্তিক নিয়োগে আরও দেড় বছর আইজিপি আবদুল্লাহ আল-মামুন

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী দেড় বছরের জন্য তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী দেড় বছরের জন্য তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আজ সোমবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, তার অবসরোত্তর ছুটি ও এর সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক বছর ছয় মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জানুয়ারি। নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় আগামী জাতীয় নির্বাচনের সময়ও তিনি এই পদে বহাল থাকবেন।

পুলিশ প্রধানের পদে তিনিই প্রথমবারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন।

Comments