বাংলাদেশ

ঢাকায় ২ ঘণ্টা যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং সোমবার মধ্যরাতের পর ঢাকায় ২ ঘণ্টার যাত্রাবিরতি করতে যাচ্ছেন।
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। ছবি: এএফপি

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং সোমবার মধ্যরাতের পর ঢাকায় ২ ঘণ্টার যাত্রাবিরতি করতে যাচ্ছেন।

আফ্রিকার ৫টি দেশে তার প্রথম বিদেশ সফরের পথে এই যাত্রাবিরতি করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'চীনের পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি রাত ১টা থেকে শুরু হবে। তাকে বহনকারী উড়োজাহাজ তখন ঢাকা বিমানবন্দরে জ্বালানি নেবে।'

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকটি আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। তবে এতে দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয় উঠে আসতে পারে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

Comments