বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০টার পর

বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ৩ দিনের বিশ্ব ইজতেমা আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি সূত্র এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম দ্য ডেইলি স্টারকে বলেন, মাওলানা ইবরাহিম দেওলার হেদায়েতি বয়ানের পর আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য ক্বারি মোহাম্মদ জোবায়ের।

'আজ শেষ দিন ফজর নামাজের পর বয়ান শুরু হয়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ময়দানে বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে।'

তিনি জানান, ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজনে আখেরি মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা ময়দানে আসছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর ৪টা থেকেই মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে যাচ্ছেন। অনেকে ময়দানে ফজরের নামাজ আদায় করেছেন।

আখেরি মোনাজাতে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েনসহ ১০ হাজার পুলিশ সদস্য ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় আছেন। তারা আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত সেখানে থাকবেন।'

খুব দ্রুত ও নিরাপদে মুসল্লিরা যেন ময়দান ত্যাগ করতে পারেন সে জন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা আছে বলে জানান তিনি।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago