চট্টগ্রামে হেলে পড়েছে ৪তলা ভবন
চট্টগ্রামের ষোলশহর এলাকায় একটি ৪তলা ভবন হেলে পড়েছে।
পাঁচলাইস থানাধীন ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি আজ বুধবার সকালে হেলে পড়ে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাঁচলাইস থানার উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন।
তিনি বলেন, 'ভবনটির মালিক বাপ্পী আহমেদ। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে।'
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments