ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে ৪ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মোট ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।
ইজতেমা ময়দান। ছবি: স্টার ফাইল ছবি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে মোট ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

গতকাল ইজতেমা মাঠে মারা গেছেন গাইবান্ধার শুক্কুর মণ্ডলের ছেলে আব্দুল হামি মণ্ডল (৫৫), ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮) এবং সাভারের শিমুলতলি এলাকার মফিজুল ইসলাম (৬০)।

মোহাম্মদ সায়েম বলেন, 'গতকাল এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান মারা যান। খিত্তায় অবস্থান করা অবস্থায় সন্ধ্যায় শুক্কুর মণ্ডল ও রাত ১১টায় বোরহান উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া, গতকাল ভোরে মারা যান মফিজুল ইসলাম।'

 

Comments