বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর কাওলা এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
ভিক্টরের রুট পারমিট বাতিল, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং কাওলা বাসস্ট্যান্ড এলাকায় সব বাস বন্ধসহ ৪ দফা দাবি জানিয়েছেন তারা।
তাদের চতুর্থ দাবি বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা, যা ইতোমধ্যেই পূরণ হয়েছে।
আজ সকালে বাসটির চালক মো. লিটন (৩৮) ও সহকারী আবুল খায়েরকে (২২) গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
দুপুর দেড়টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ে নিজেদের ক্যাম্পাসে ফিরে যান।
নিহত নাদিয়া (২২) নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুর পৌনে ১টার দিকে ভিক্টর পরিবহনের মালিবাগগামী একটি বাসের সঙ্গে ধাক্কায় তিনি নিহত হন। সেসময় তিনি তার বন্ধুর মোটরসাইকেলে ছিলেন।
Comments