সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান আইন যথেষ্ট নয়: রোড সেফটি কোয়ালিশন

সড়ক পরিবহন আইন-২০১৮-তে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি নতুন অধ্যায় অন্তর্ভুক্ত করতে অথবা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন।
সড়ক পরিবহন আইন-২০১৮-তে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি নতুন অধ্যায় অন্তর্ভুক্ত করতে অথবা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন জোটের সদস্য নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: স্টার

সড়ক পরিবহন আইন-২০১৮-তে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি নতুন অধ্যায় অন্তর্ভুক্ত করতে অথবা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।

সড়ক নিরাপত্তা ইস্যুতে কাজ করে ৯টি সংগঠনের প্ল্যাটফর্ম দ্য কোয়ালিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধি যথেষ্ট নয় বলে দাবি সংগঠনটির। 

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন জোটের সদস্য নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, 'সড়ক পরিবহন আইন-২০১৮ এবং এর বিধিমালা মূলত সড়ক পরিবহন খাতের সঙ্গে সম্পর্কিত কিন্তু সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগুলো যথেষ্ট নয়।'

তিনি বলেন, 'সড়ক অবকাঠামো ও যানবাহনের নিরাপত্তা, দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা, সিট বেল্ট ও শিশুদের নিরাপত্তার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এতে যথাযথ গুরুত্ব পায়নি।'

সুতরাং, কোয়ালিশনের দাবি, হয় সড়ক নিরাপত্তা ইস্যুতে একটি নতুন অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে, তা না হলে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য পৃথক 'সড়ক নিরাপত্তা আইন' প্রণয়ন করতে হবে। 

এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার তাদের প্রস্তাব গ্রহণ করে পরামর্শ চাইলে তারা পরামর্শ দেবেন।

সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য সদস্য সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 

Comments