পাতাল রেলের যুগে বাংলাদেশ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশের প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১১টা ৫ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনি ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রীগোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, মেয়র সেলিনা হায়াৎ আইভী।

ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ২০৫০ সালের মধ্যে ঢাকায় ১১টি রুটে পাতাল রেল নির্মাণ করা হবে।

তবে এই প্রকল্পকে 'উচ্চ ব্যয়নির্ভর' এবং 'উচ্চাভিলাষী' আখ্যা দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, এই প্রকল্প রাজধানীর যানজট পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না।

 

Comments

The Daily Star  | English

'Interim govt ready to hand over power to elected representatives'

Chief Adviser Yunus says while addressing a views-exchange meeting with Bangladeshi expats in Kuala Lumpur

7m ago