দাকোপে ঝুলন্তপাড়া দেখতে যাবেন বেলজিয়ামের রানি
খুলনার দাকোপ উপজেলার দুটি গ্রাম পরিদর্শন করবেন বেলজিয়ামের রানি মাথিলডে। আগামীকাল বুধবার সকালে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সুতারখালী ইউনিয়নের নলিয়ান ও কালাবগি ঝুলন্তপাড়ায় যাবেন তিনি।
তিন দিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন বেলজিয়ামের রানি মাথিলডে। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। আজ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।
হেলিকপ্টারে চড়ে দাকোপে গিয়ে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন ও স্থানীয় কমিটির সঙ্গে মতবিনিময় করবেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ আলী জানান, বুধবার সকাল ১১টায় রানি মাথিলডে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সুতার খালী ইউনিয়ন পরিষদে যাবেন। সেখানে তিনি ইউএনডিপির অর্থায়নে 'পন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট' পরিদর্শন করবেন। পানি শোধন কেন্দ্রটি থেকে এটিএম কার্ডের মাধ্যমে ৫০ পয়সায় পানিয় জল পাওয়া যাবে।
তিনি আরও জানান, পানি শোধন কেন্দ্র থেকে রানি যাবেন স্থানীয় ইউনিয়ন পরিষদে। সেখানে তিনি মধ্যাহ্নভোজ করবেন। নিরাপত্তার কারণে রানি তার সঙ্গে আনা খাবার খাবেন।
সুতার খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, মধ্যাহ্নভোজের পর স্পিড বোটে কালাবগী ঝুলন্তপাড়া পরিদর্শনে যাবেন রানি। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে কয়েকশ পরিবার ভিটেমাটি হারিয়ে শিবসা নদী তীরে মাচার ওপর ঘর বানিয়ে বসবাস করছেন।
তিনি আরও জানান, নিরাপত্তার কারণে রানি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করবেন।
তিনি বলেন, 'আমরা সামিয়ানা টানিয়ে ছোটখাটো একটি স্টেজ বানিয়েছি। উঠান বৈঠকের মতো আয়োজন করেছি। রানি যেভাবে চাইবেন সেভাবেই বসবেন।'
এর পর বিকেল সাড়ে তিনটার দিকে রানির ঢাকায় ফিরবার কথা আছে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
Comments