সংবাদপত্র শিল্পে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

সংবাদপত্র শিল্পের সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকদের জন্য নবম মজুরি বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন)।
রাজধানীর হাটখোলায় শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক যৌথ সভায় তারা বলেন, সংবাদপত্র শিল্পে অরাজকতা বিরাজ করছে।
প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান অনুষ্ঠানে বলেন, 'শ্রম আইন লঙ্ঘন করে নির্বিচারে সাংবাদিক ও কর্মচারীদের চাকরিচ্যুত করা হচ্ছে।' তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি, কোনো কর্মী, কর্মচারী বা সাংবাদিককে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া যাবে না, মজুরি বোর্ডের নিয়ম অনুযায়ী সবাইকে নিয়োগ দিতে হবে।
সংবাদপত্র শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে গণমাধ্যমগুলোর উচিত সব কর্মীদের প্রণোদনা দেওয়া।
সভায় আরও বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. বজলুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।
Comments