দেশের চালের বাজার পুরো প্রতারণামূলক: পরিকল্পনা প্রতিমন্ত্রী

যন্ত্র দিয়ে মোটা চাল চিকন করে বাজারে বিক্রিকে ‘প্রতারণা’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
শামসুল আলম। ছবি: সংগৃহীত

যন্ত্র দিয়ে মোটা চাল চিকন করে বাজারে বিক্রিকে 'প্রতারণা' বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

তিনি বলেছেন, আমাদের বাজার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। চালের বাজার পুরো প্রতারণামূলক। যে নামে চাল তৈরি হয় তা ব্যাগের ভেতরে থাকে না।

আজ মঙ্গলবার ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে তিনি এ কথা বলেন।

চালের নামে প্রতারণার উদাহরণ দিতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, 'মোটা স্বর্ণা চাল চিকন করে পূষ্মমতি নামে বিক্রি করা হয়। যে নামে চাল সেই নামেই বিক্রি করতে হবে। চালের বাজারে প্রতারণা চলতে দেওয়া যায় না। এটা বন্ধ করা হবে।'

তিনি বলেন, 'পলিশ করে চাল চিকন করে। কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে এনে চিকন চাল তৈরি করা হয়। তিনটা মেশিনে পার করে মোটা চাল চিকন করে। চালের প্রকৃত পুষ্টি উপরের স্তরে থাকে। অথচ এটা ছেঁটে ফেলে দেওয়া হয়। এটা চলতে পারে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

আইএমএফ ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ ঋণ না দিলেও আমাদের কিছু কিছু জায়গায় দাম বাড়ানোর প্রয়োজন হতো। আমাদের মোট জিডিপির তুলনায় আইএমএফের ঋণের পরিমাণ খুবই কম। এজন্য বলি আইএমএফের শর্তে দ্রব্যমূল্য বাড়েনি। আইএমএফ ঋণ না দিলেও আমাদের ভর্তুকি কমাতে হতো এবং দাম বাড়াতে হতো। সুতরাং আইএমএফের ঋণের সঙ্গে জিনিসপত্রের দাম বৃদ্ধির সম্পর্ক নেই।'

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago