মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আ. রউফ চৌধুরী

মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার সাবেক চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।
আ. রউফ চৌধুরী, র‍্যাংগস গ্রুপ, ব্যাংক এশিয়া,
আ. রউফ চৌধুরী। ছবি: সংগৃহীত

মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার সাবেক চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আ. রউফ চৌধুরীর বড় ভাই ও মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়ির আঙিনায় রাত সোয়া ৮টায় জানাজা সম্পন্ন হয়।

এর আগে, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাজীরবাগ গ্রামের মরহুম কাজিম উদ্দিন চৌধুরীর ছেলে।

গত বছরের ৫ মে ব্রেন স্ট্রোকে ৩ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন আ. রউফ চৌধুরী। এরপর থেকে ঢাকার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Comments