১ কোটি টাকার পাখি বিক্রি
মৎস্য ও প্রাণিসম্পদের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২ দিনের প্রাণিসম্পদ প্রদর্শনীতে ১ কোটি টাকারও বেশি মূল্যের পাখি বিক্রি হয়েছে।
আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের 'স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে 'প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩' আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ১ মার্চ পর্যন্ত।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'মানুষের পশু-পাখি পালনে আগ্রহ রয়েছে। ১ কোটি টাকার বেশি মূল্যের পাখি বিক্রি হয়েছে এই প্রদর্শনীতে। পশু নয়, শুধু পাখি।'
তিনি বলেন, 'বিদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে চাকরির খোঁজে সময় নষ্ট না করে তরুণরা এখন কৃষক হয়ে উঠছে, বিভিন্ন পশু-পাখি পালন ও বিক্রি করছে এবং অন্যদের এই পেশা গ্রহণের জন্য উত্সাহিত করছে।'
তিনি আরও বলেন, 'সরকার প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদ কৃষকদের স্বাবলম্বী করতে এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছে।'
'কেবল প্রশিক্ষণই নয়, বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা ও উপকরণ কৃষকদের সরবরাহ করা হচ্ছে, যেন তারা স্বাবলম্বী হতে পারেন', যোগ করেন তিনি।
প্রদর্শনীতে প্রায় ৩০০টি স্টলে পশু-পাখির প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনী দেখতে ভিড় করেছিলেন হাজারো দর্শনার্থী।
প্রদর্শনী দেখতে আসা প্রথম গ্রেডের শিক্ষার্থী মুস্তাকিম রহমান আরমান বলে, 'আমি কখনো এক সঙ্গে এত পাখি দেখিনি।'
Comments