সিরাজগঞ্জ

নিজ বাড়ি থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়ি থেকে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত উল্লাপাড়া থানার কনস্টেবল মো. ময়াজ্জেম হোসেন (৫৯) উপজেলার নবগ্রামের বাসিন্দা ছিলেন। ২ মাস পর এলপিআরে যাওয়ার কথা ছিল তার।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার সকালে কাজে যোগ দেননি ময়াজ্জেম। পরে তাকে খোঁজার জন্য বাড়িতে গেলে ঘরে তার মরদেহ পাওয়া যায়। 

'ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে,' বলেন ওসি। 

বাড়িতে ময়াজ্জেম একাই ছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments