মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু আগামীকাল
আগামীকাল বুধবার মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল সকাল সাড়ে ৮টায় মিরপুর-১০ স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী, উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে ৯টি স্টেশন আগামী কয়েক দিনের মধ্যে খুলে দেওয়ার কথা রয়েছে।
মার্চের মধ্যে বাকি স্টেশনের উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান এম এ এন সিদ্দিক ।
এছাড়া মার্চের পর থেকে ট্রেন চলাচলের সময় বাড়ানো হবে এবং জুলাই মাস থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলবে বলেও জানান তিনি।
বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
প্রথমে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়। পরে, আরও দুটি স্টেশন- পল্লবী ও উত্তরা সেন্টার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
Comments