বাংলাদেশ

মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর পর্যন্ত সায়দাবাদ রেল‌ওয়ে লেভেল ক্রসিং বন্ধ

আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ৫ মার্চ ভোর পর্যন্ত সায়দাবাদ রেল‌ওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ৫ মার্চ ভোর পর্যন্ত সায়দাবাদ রেল‌ওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য আজ ২ মার্চ মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত সায়দাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।' 

জনগণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English
PM visit to India

Hasina likely to kick off AL campaign with Sylhet rally on Dec 20: Quader

Prime Minister Sheikh Hasina, also the president of the ruling Awami League, will formally kick off the election campaign of the ruling party from a rally in Sylhet likely to be held on December 20.

50m ago