র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হতে পারে: র‍্যাব ডিজি

এম খুরশীদ হোসেন

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'সম্ভাবনা আছে।'

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খুরশীদ হোসেন মঙ্গলবার গ্রেড-১ কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, তারা যা জানতে চেয়েছিল; তাদের অনেক ভুয়া তথ্য জানানো হয়েছে। মূলত, তাদের বিভ্রান্ত করা হয়েছিল। আমরা প্রমাণসহ নথিপত্র সরবরাহ করেছি, তারা সন্তুষ্ট যে ঘটনাগুলো সেরকম ছিল না।

জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসে র‌্যাবের প্রশংসা করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু আইনশৃঙ্খলা নিয়ে কাজ করি না, বিভিন্ন মানবিক বিষয় নিয়েও কাজ করি। দেশের সেবা করতে গিয়ে বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন।

গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago