হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১০৪ কোটি টাকা আত্মসাতের তদন্ত চেয়ে রিট
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
বিমা কোম্পানিটির গ্রাহক রহিম আক্তার আরও ১৪ জন গ্রাহকের পক্ষে রোববার এই রিট পিটিশন দাখিল করেন।
আবেদনে তারা তাদের আমানত ফেরত পেতে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক যায়যায়দিনে 'পরিচালকের খপ্পরে হোমল্যান্ড লাইফ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই রিট আবেদন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে লন্ডন প্রবাসী সিলেটিদের একটি অংশ, যারা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক, তারা জালিয়াতির মাধ্যমে বিমা কোম্পানিটি থেকে ১০৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. দিদারুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট সোমবার আবেদনের ওপর শুনানি করতে পারে।
Comments