বকশিবাজারে আহমদিয়া জাতীয় কেন্দ্র পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীর বকশিবাজারে আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বকশিবাজারে আহমদিয়া জাতীয় কেন্দ্র পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

রাজধানীর বকশিবাজারে আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ সোমবার সেখানে পরিদর্শনে গিয়ে সম্প্রতি পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং হামলার বিষয়ে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিক্রিয়া জানতে চান। 

রাষ্ট্রদূত এর আগে আহমদিয়া মুসলিম জামাতের ৭৫টি ভাষায় প্রকাশিত পবিত্র কোরআনের দুর্লভ প্রদর্শনী দেখেন এবং মন্তব্য খাতায় অভিমত প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago